ঝিনাইদহ শহর হইতে ১০ কিলোমিটার দক্ষিনে কলামনখালী বাজার থেকে পুর্ব দিকে পন্ডিতপুর গ্রামের পুটিয়া বিলের মোকাদ্দেস খান সাহেবের নিজ তৈরী করা পিকনিক কর্নার অবস্থিত। এখানে বিভিন্ন জেলার লোকজন পিকনিকের জন্য আগমন ঘটে। যোগাযোগের ব্যাবস্থা শহর থেকে অটো রিকসা,ভ্যান মোটর সাইকেল ইত্যাদি যে কোন যানবাহনের মাধ্যমে এখানে আসা যায়।
ছবি